ইনসাইড বাংলাদেশ

যোগদানের ৩ দিনেই ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/01/2019


Thumbnail

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদানের মাত্র ৩ দিনেই বহিস্কার করা হলো কেকা রায় চৌধুরীকে। গত ৮ জানুয়ারি ঐ পদে যোগ দেন। মাত্র তিনদিনের মাথায় গতকাল বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাতেই তাকে ওই পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল শনিবার অপরাহ্নে পদত্যাগ করতে হবে কেকা রায় চৌধুরীকে। তার স্থলাভিষিক্ত হবেন গত ৫ জানুয়রি ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করা হাসিনা বেগম।

উল্লেখ্য, পরীক্ষার হলে মোবাইল ফোন নেওয়ার দায়ে নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রিকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত হয় এবং তার সামনে তার বাবা-মাকে অপমান করা হয়। এই অপমান সইতে না পেরে আত্মহত্যা করে অরিত্রি। এরপর থেকেই উত্তাল হয়ে ওঠে ভিকারুননিসার ক্যাম্পাস। সেখান থেকেই অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে রাজধানীর অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭