ইনসাইড গ্রাউন্ড

মাশরাফি-সাকিবের লড়াই আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/01/2019


Thumbnail

হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও রানার্স আপ ঢাকা ডায়নামাইটস। বিপিএল ২০১৭ ফাইনালে ঢাকাকে ৫৭ রানে পরাজিত করে শিরোপা জেতে মাশরাফিবাহিনী। 

যদিও গ্রুপ পর্বের খেলা কিন্তু কিছুটা হলেও আজকের ম্যাচ জিতে নিজেদের সান্ত্বনা দিতে পারবে সাকিবের দল। তাছাড়া পয়েন্ট টেবিলেও এগিয়ে আছে ঢাকা। দুই ম্যাচে দুই জয় পেয়ে টেবিলের শীর্ষে আছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে ৩ ম্যাচে দুই জয় ও এক পরাজয় নিয়ে দ্বিতীয় অবস্থানে রংপুর। আজকে ম্যাচ জিতলে এক নম্বরে চলে যাবে মাশরাফিরা।

দুপুর ২টায় মিরপুরে শুরু হবে এই লড়াই। আজকের ম্যাচ দিয়ে কেটে যেতে পারে বিপিএলের রানের খরা। কেননা দুই দলেই আছে তুরুপের তাস- ঢাকার হজরতউল্লাহ জাজাই ও রংপুরের ক্রিস গেইল। ব্যাট হাতে দুই ব্যাটসম্যানই রানের বন্যায় ভাসিয়ে দিতে পারে মিরপুর স্টেডিয়াম। তাছাড়া দুই দলেই আছে শক্তিশালী টপ অর্ডার ।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (অধিনায়ক), শুভাগত হোম, রনি তালুকদার, কাইরন পোলার্ড, হজরতউল্লাহ জাজাই, অ্যান্ড্রু বার্জ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শাহাদাত হোসেন রাজীব, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, নাইম শেখ, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল এবং ইয়ান বেল।

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, রবি বোপারা, শেলডন কটরেল, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, সোহাগ গাজী, মেহেদি মারুফ, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, শন উইলিয়ামস, বেনি হাওয়েল, ফারদিন হোসেন এনি, নাহিদুল ইসলাম, আবুল হাসান রাজু এবং নাদিফ চৌধুরী।

দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রাজশাহী কিংস। পয়েন্ট টেবিলে রাজশাহী থেকে মাত্র এক ধাপ উপরে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে মাঠের লড়াইয়ে তুলনামূলক শক্তিশালী দল নিয়ে খেলতে নামবে কুমিল্লা।

কুমিল্লা ভিক্টোরিয়ানস: তামিম ইকবাল (অধিনায়ক), স্টিভ স্মিথ, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, এনামুল হক, আবু হায়দার, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, এভিন লুইস, থিসারা পেরেরা, আসিলা গুনারত্নে, লিয়াম ডসন, ওয়াকার সালমা খাই এবং আমের ইয়ামিন।

রাজশাহী কিংস: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, সৌম্য সরকার, জাকির হাসান, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ হাফিজ, ক্রিস্টিয়ান জাঙ্কার, লরি ইভেনস, ইসুরু উদানা, রায়ান টেন ডেসকাট, কাইস আহমেদ এবং সেকুগে প্রশন্ন।

বাংলা ইনসাইডার/ডিএম/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭