ইনসাইড গ্রাউন্ড

পোলার্ডের ক্যামিওতে চালকের আসনে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/01/2019


Thumbnail

কাইরন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে চালকের আসনে বসেছে ঢাকা ডায়নামাইটস। ৩৩ রানের তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া ঢাকাকে ম্যাচে ফিরিয়েছে তার ২৬ বলে খেলা ৬২ রানের ক্যামিওতে। অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন পোলার্ড। দলীয় ১৪২ রানের মাথায় বেনি হাওয়েলের বলে সীমানায় ধরা পড়েন এই ক্যারিবীয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানের মাথায় সোহাগ গাজীর বলে বোল্ড হয়ে ফিরে যান আগের দুই ম্যাচে ত্রাস ছড়ানো হজরতউল্লাহ জাজাই (১)। আরেক ওপেনার সুনীল নারিনও ব্যাক্তিতো ৯ রান করে মাশরাফির বলে রবি বোপার হাতে ধরা পড়েন।

৮ বলে ১৮ রান করে সোহাগ গাজীর দ্বিতীয় শিকারে পরিণত হন রনি তালুকদার। ৩৩ রানের টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় আসরে এখন পর্যন্ত শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস। এরপর দ্রুতই ফিরে যান মিজানুর রহমানও (১৫)।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫.১ ওভারে ঢাকার সংগ্রহ ৫ উইকেটে ১৪২ রান।

বাংলা ইনসাইডার/ডিএম/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭