ইনসাইড বাংলাদেশ

‘জাতীয় সংলাপের দাবি হাস্যকর’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/01/2019


Thumbnail

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গণতান্ত্রিক বিশ্বে যে নির্বাচন স্বীকৃতি পেয়েছে সেই নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর।’

আজ শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রা মোড়ে ফ্লাইওভার এবং রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা বলেন সেতুমন্ত্রী। 

ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি-ঐক্যফ্রন্ট) কে কি বললেন তাতে আমাদের কিছুই যায় আসে না। বাংলাদেশের জনগণ কী বললো সেটা হচ্ছে বড় কথা। শেখ হাসিনার উন্নয়ন, গণতন্ত্র এবং সততার পক্ষে জনগণ বিপুলভাবে রায় দিয়েছে। এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন পৃথিবীর কোথাও নেই এবং বাংলাদেশেও নেই। তাদের জনগণ ভোট না দিয়ে প্রত্যাখান করেছে। এখন তারা নানা দাবি জানিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’  

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসময় আরও বলেন, ‘তারা যে সংসদে নির্বাচিত হয়ে আসবে না এমন সিদ্ধান্ত নিয়েছে এটাও তো অবৈধ। জনগণের রায়কে যারা অসম্মান করছে সেটা কি বৈধ? তারা আগে সংসদে আসুক। অধিবেশনে যোগ দিক। আগামী ৩০ তারিখ সংসদে যোগ দেওয়ার জন্য আমি তাদের আহ্বান করছি।’

বাংলা ইনসাইডার/আরকে  

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭