ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ‘বিশেষ দূত’ থেকে এরশাদের অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/01/2019


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূতের পদ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অব্যাহতি দেয়া হয়েছে। নতুন সরকার গঠন হওয়ার পর থেকেই এরশাদের নিয়োগের অবসান হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক নোটিশে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ৭ জানুয়ারি, ২০১৯ তারিখে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের নিয়োগের অবসান করেছেন।

২০১৪ সালে মহাজোট জয়ের পর সরকার গঠনের সময় এরশাদকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব দেওয়া হয়। একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে থাকবে এবং এরশাদ সংসদে বিরোদী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন।

বাংলা ইনসাইডার/এমআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭