ইনসাইড বাংলাদেশ

সচিব পর্যায়ে আসছে রদবদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/01/2019


Thumbnail

নতুন সরকার গঠনের পরপরই সচিব পর্যায়ে রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব রদবদল হবে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

দুইজন সচিব ইতিমধ্যে অবসরে গেছেন। গত ২৭ ডিসেম্বর, ২০১৮ তারিখে অবসরে গেছেন সংস্কৃতি সচিব ড. নাসির উদ্দিন আহমেদ। সেসময় নির্বাচন থাকায় কাউকে তার স্থলাভিষিক্ত করা হয়নি। এরপর গত ৮ জানুয়ারি, ২০১৯ তারিখে অবসরে গেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। তার পদটিও এখনও খালি রয়েছে। এই দুই সচিব পদ ছাড়াও সচিবালয়ে একটা রদবদলের ইঙ্গিত পাওয়া গেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে।

জানা গেছে, নতুন সরকারে নতুন মন্ত্রীরা এসেছেন। তাদের সঙ্গে সামঞ্জস্য বিধান করে বিভিন্ন মন্ত্রণালয়ে রদবদলের আভাস পাওয়া গেছে। এই রদবদল আগামী সপ্তাহ থেকে শুরু হবে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। তবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে রদবদল হবে কি না সে সম্পর্কে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭