ইনসাইড বাংলাদেশ

রাজধানীতে ফের বিক্ষোভ পোশাক শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/01/2019


Thumbnail

রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় এশিয়া সিনেমা হলের সামনের সড়কে বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানারা শ্রমিকরা। গত সপ্তাহে মিরপুর, উত্তরায় টানা কয়েকদিন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন শ্রমিকরা। আন্দোলন হয় গাজীপুর ও সাভার এলাকাতেও।

গত কয়েকদিনের আন্দোলনের দাবি ছিল নতুন মজুরি কাঠামোর বাস্তবায়ন। তবে আজ বেতন-ভাতার সমন্বয় ও দারুস সালাম এলাকায় একটি কারাখানায় দুই পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ তুলে রাস্তায় নামে শ্রমিকরা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

অভিযোগ উঠেছে, দ্য ফাইনারি লিমিটেড গার্মেন্টেসের আইরন ম্যান মিল্টন ও অন্য আরেক শ্রমিককে মারধর করা হয়েছে। এর প্রতিবাদে আন্দোলনে নামে শ্রমিকরা। পরিস্থিতি সামাল দিতে উক্ত এলাকার অন্তত ৫টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭