কালার ইনসাইড

ববিতার উপর ভীষণ ক্ষেপেছেন ফারুক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/01/2019


Thumbnail

ববিতার উপর ভীষণ ক্ষেপেছেন নায়ক ফারুক। অনেকদিন ধরেই মনের মধ্যে ক্ষোভটা জমিয়ে রেখেছিলেন। অবশেষে আমজাদ হোসেনের স্বরণ সভায় সেটা প্রকাশ করলেন।  গতকাল (১১ জানুয়ারী) শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ছিল প্রয়াত চলচ্চিত্রকার ও সাহিত্যিক আমজাদ হোসেনের স্মরণসভা।

গুণী অভিনেত্রী ববিতার একটি কথায় নাকি ভীষণ আঘাত পেয়েছেন নায়ক ফারুক। এ নিয়ে তিনি আক্ষেপ করে তিনি বলেন, ‘ববিতার মতো অভিনেত্রী কী করে এমন কথা বলতে পারেন, তা ভেবে আমি হতাশ হয়ে পড়েছি। ’

তিনি যোগ করেন,‘ গুণী নায়িকা ববিতা। সেখানে কারো কোন প্রশ্ন নেই। কিন্তু একটা পত্রিকায় দেখলাম তিনি বলেছেন, তাঁর জীবনে অভিনয় ও চরিত্রের দিক থেকে সেরা ছবি নাকি সত্যজিৎ রায়ের “অশনি সংকেত’’। এ কথাটি আমি মানতে পারলাম না। আমাকে ভীষণ আঘাত দিয়েছে। একটি টক শোতে আমি বলেছিলাম, ববিতার জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র আমজাদ হোসেন পরিচালিত “গোলাপী এখন ট্রেনে’’। সেটা আমার চলচ্চিত্রজ্ঞানই বলেছে। ছবির “একটা কিছু ক গোলাপী’’ সারাদেশে জনপ্রিয় হয়েছিল। ছবিতে থাপ্পড় খেয়ে চুপ করে থাকে গোলাপী। এই চুপ করে থাকার একটি অর্থ ছিল। সেটা হচ্ছে, নিরীহ মানুষের মার খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না।’’

ববিতার উদ্দেশে ফারুক সত্য বলার আহ্বান জানান, ‘ববিতা কি এসব বোঝেন না? তিনি হয়তো নিজের ‘গোলাপী এখন ট্রেনে’ ছবিটা দেখেননি ভালো করে। দুঃখ লাগে, যখন কেউ সত্য কথা বলতে চায় না। ববিতার কাছে আমি এটা আশা করিনি।’


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭