ইনসাইড বাংলাদেশ

‘আ’লীগের কাউন্সিল অক্টোবরে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/01/2019


Thumbnail

আওয়ামী লীগের কাউন্সিল চলতি বছরের অক্টোবর মাসেই অনুষ্ঠিত হবে এবং তার আগে নয় বলে জানিয়েছেন দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র (বিআরটি) ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে সংবাদ প্রকাশ হলে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘আগামী অক্টোবরেই আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগে কাউন্সিলের কোনো সম্ভাবনা নেই।’ নির্বাচন নিয়ে সংলাপের দাবি একেবারেই হাস্যকর বলে উল্লেখ করে আওয়ামী লীগের এ শীর্ষ নেতা আরও বলেন, ‘যেখানে ভোট নিয়ে কোনো প্রশ্ন নেই, বিতর্ক নেই, যেখানে গণতান্ত্রিক বিশ্ব উল্টো সমর্থন দিয়েছে, সেখানে এ ধরনের সংলাপের কোনো যৌক্তিকতা কিংবা বাস্তবতা কিংবা প্রয়োজনীয়তা এ মুহূর্তে নেই। নির্বাচন নিয়ে সংলাপের দাবি একেবারেই হাস্যকর। আমি বলব- মামা বাড়ির আবদার, এ ছাড়া আর কিছু নয়।’

বাম জোটের ভোট ডাকাতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘এবারই প্রথম সরকার গঠনের আগে গণতান্ত্রিক দেশগুলোর সমর্থন এবং শুভেচ্ছা আমাদের প্রধানমন্ত্রীর পেয়ে গেছেন। উন্নত দেশগুলো সরকার গঠনের আগেই কিন্তু অভিনন্দন জানিয়েছে। নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কোনো প্রকার বিতর্ক নেই।’

বাংলা ইনসাইডার/এমএস/বিকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭