ইনসাইড বাংলাদেশ

‘নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/01/2019


Thumbnail

চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনের নামে ব্যক্তিস্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের কোন প্রকার নাশকতার চেষ্টা করা হলেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে কোন ব্যক্তি বা গোষ্ঠি তাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখতে তৎপর রয়েছে গোয়েন্দ সংস্থা। শ্রমিকদের দাবির বিষয় নিয়ে মন্ত্রণালয়, বিজিএমইএ কাজ করছে। খুব শিগগিরি তাদের দাবি মিটিয়ে দেওয়া হবে।’

এছাড়াও শ্রমিকদের রাস্তা ছেড়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বানও জানান ডিএমপি কমিশনা।

বাংলা ইনসাইডার/এমএস/বিকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭