ইনসাইড বাংলাদেশ

জামিন পেলেন ভিকারুননিসার দুই শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/01/2019


Thumbnail

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় দুই শিক্ষিকাকে জামিন দিয়েছেন আদালত। তারা হলেন অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখা প্রধান জিন্নাত আরা।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক রাজেশ চৌধুরী এ আদেশ দেন। আসামিদের বয়স এবং অন্য আসামি হাসনা হেনা জামিনে আছেন বিবেচনায় এ জামিন দেওয়া হলো। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে ১১ ফেব্রুয়ারি।

গত ২ ডিসেম্বর স্কুলে পরীক্ষা চলাকালীন শিক্ষকরা অরিত্রীর কাছে মোবাইল ফোন পান। মোবাইলের মাধ্যমে নকল করার অভিযোগে অরিত্রীর মা-বাবাকে নিয়ে স্কুলে ডাকা হয়। পরদিন, অর্থাৎ ৩ ডিসেম্বর তারা স্কুলে গেলে ভাইস প্রিন্সিপাল তাদের অপমান করে কক্ষ থেকে বের করে দেন। অরিত্রীকে স্কুল থেকে বের হরে দেওয়া হবে বলে জানান। প্রিন্সিপালও ঠিক একই আচরণ করেন। এই অপমান মেনে নিতে না পেরে শান্তিনগরের বাসায় গিয়ে আত্মহত্যা করে অরিত্রী।

ঘটনার পরদিনই ৪ ডিসেম্বর রাজধানীর পল্টন থানায় অরিত্রীর বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে মামলাটি  দায়ের করেন।

বাংলা ইনসাইডার/এসএইচ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭