ইনসাইড বাংলাদেশ

আগাম জামিন পেলেন আব্বাস দম্পতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/01/2019


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তথ্য গোপনের মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তাদের এ জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক। দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন শাহজাহানপুর থানায় এ মামলা করেন।

এজাহারে বলা হয়, মির্জা আব্বাসের অবৈধভাবে অর্জন করা সম্পত্তি আফরোজা আব্বাসের নামে রাখা হয়। এতে স্ত্রীও অপরাধ করেছেন। দুদক সে প্রমাণ পেয়েছে। এর আগে গতকাল রোববার দুদক কমিশনের সভায় মামলাটি অনুমোদন দেওয়া হয়।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও ঢাকা-৯ আসনে আফরোজা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলা ইনসাইডার/বিকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭