ওয়ার্ল্ড ইনসাইড

ট্রুডোর মতো দেখতে হওয়ায় সেলিব্রেটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/01/2019


Thumbnail

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মতো দেখতে হওয়ায় সেলিব্রেটি হয়ে গেছেন আফগানিস্তানের একটি রিয়েলিটি শো’র প্রতিযোগী। আব্দুল সালাম মাফতুন নামের ওই গায়ক মূলত বিয়ে বাড়িতে গান পরিবেশন করতেন। সম্প্রতি সে আফগান স্টার নামের সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন। এরপরই ট্রুডোর সঙ্গে তার চেহারার সাদৃশ্যের বিষয়টি প্রচার পেতে শুরু করে।

২৯ বছর বয়সী মাফতুনের বাড়ি উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখস্তান প্রদেশের প্রত্যন্ত একটি গ্রামে। আফগান স্টারে অংশ নেওয়ার পর একজন বিচারক তাকে বলেন যে, কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে তার চেহারার মিল রয়েছে। এর আগে মাফতুন বিষয়টি জানতেন না। এমন কি তিনি ট্রুডোকে চিনতেনও না। কিন্তু এখন এই চেহারাই তাকে তারকা খ্যাতি এনে দিয়েছে। এ কারণে তিনি দর্শক ভোটে এগিয়ে থেকে প্রতিযোগিতায় জিতে যাবেন বলেও মনে করা হচ্ছে।

এক সাক্ষাৎকারে মাফতুন বলেন, ‘মানুষ আমার আসল নাম ভুলেই গেছে। সবাই আমাকে এখন জাস্টিন ট্রুডো বলে ডাকে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মাফতুনের সঙ্গে জাস্টিন ট্রুডোর বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। অনেকেই তাকে জাস্টিন ট্রুডোর ভাই বলে মন্তব্য করছেন।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭