ওয়ার্ল্ড ইনসাইড

সৌদি আরব সফরে পম্পেও 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/01/2019


Thumbnail

সৌদি আরব সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। স্থানীয় সময় সোমবার সকালে তিনি দেশটির রাজধানী রিয়াদে পৌঁছান। এ সফরে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে সাক্ষাত করবেন তিনি। এছাড়া দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে বসার কর্মসূচী রয়েছে তার।

এবারের সফরে পম্পেও খাসোগি হত্যা, সৌদি জোটের কাতারবিরোধী অবরোধসহ নানা ইস্যুতে দেশটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। দোহায় কাতারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরদিনই সৌদি আরব পৌঁছালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, স্থানীয় সময় মঙ্গলবার জর্ডান সফরের মধ্য দিয়ে পম্পেও’র মধ্যপ্রাচ্য সফর শুরু হয়। এরপর তিনি ইরাক ও মিসর সফর করেন। সেখান থেকে কাতার হয়ে তিনি সৌদি আরবে পৌঁছেছেন। সফরের বাকি অংশে পম্পেও সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কুয়েত যাবেন।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭