ইনসাইড বাংলাদেশ

বেনাপোলে আমদানি হয়েছে ২৯টি বিআরটিসি বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/01/2019


Thumbnail

ভারত থেকে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ নামে ২৯ টি বিআরটিসির বাস এসেছে বেনাপোল বন্দরে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই এসব বাস ঢাকার রাস্তায় নামানো হবে বলে জানিয়েছে বিআরটিসির কর্মকর্তারা। বাসগুলো বর্তমানে বন্দরের ডিটিআই টার্মিনালে রাখা হয়েছে।

বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া জানান, চলতি মাসের শেষ দিকেই আরও ৫টি এসি বাস, ৪২টি সাধারণ বাস এবং ২৫টি ট্রাক আসবে আমদানি হয়ে আসবে। তাছাড়া ১০টি দ্বিতল বাসও আসবে বলে জানান তিনি।

বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী বলেন, বিআরটিসি বাসগুলো বন্দরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করে সকল আনুষ্ঠানিকতা শেষে  বাসগুলো বন্দর থেকে খালাস দেয়া হবে। তবে এসব বাস দ্রুত খালাসের জন্য অফিসারদের নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলা ইনসাইডার/বিকে

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭