ইনসাইড এডুকেশন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সন্তানদের কেজিতে পাঠাতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/01/2019


Thumbnail

প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের সন্তানদেরকে কিন্ডার গার্টেন স্কুলে পড়াতে পারবেন না। আজ মঙ্গলবার সচিবালয়ে ভিডিও কনফারেন্সে ঢাকা জেলার প্রাথমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে প্রথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন এ কথা বলেন।

প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। প্রাথমিক স্কুল থেকে বাচ্চারা যেন আর কিন্ডার গার্টেনে বা কেজি স্কুলে না যায় সেই ব্যবস্থা করা হবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘প্রাইমারি স্কুলের মান বাড়ানো গেলে কেজি স্কুলের বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়তে আসবে।’

অন্য দিকে আজ দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রাথমিক স্কুল থেকে বাচ্চারা যেন আর কেজি স্কুলে না যায় সেই ব্যবস্থা নেওয়া হবে। প্রাইমারি স্কুলের মান বাড়ানো গেলে কেজি স্কুলের বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়তে আসবে ।

বাংলা ইনসাইডার/এমএস/বিকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭