ইনসাইড পলিটিক্স

দেশে ফেরার অপেক্ষায় মঈন ইউ আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/01/2019


Thumbnail

ওয়ান ইলেভেনের আলোচিত ব্যক্তি জেনারেল মঈন ইউ আহমেদ দেশে ফিরতে চায়। তিনি ক্যানসারে আক্রান্ত, নিউইয়র্কে দীর্ঘদিন ধরে চিকিৎসা করছিলেন। দেশে তিনি নিরাপদ নন, এই আশঙ্কায় এতদিনে তিনি দেশে ফিরেননি।

জেনারেল মঈন ইউ আহমেদের ঘনিষ্ঠরা বলছে যে, তিনি দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন। এজন্য তিনি সরকারের কাছে সবুজ সংকেত চেয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে সবুজ সংকেত দেয়া হয়েছে বলে জানা গেছে।

জেনারেল মঈন ইউ আহমেদের মূল আশঙ্কা ছিল যে, বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তাকে বিপদে পরতে হতে পারে। বেগম খালেদা জিয়া একাধিক বক্তৃতায় কখনো ক্ষমতায় গেলে জেনারেল মঈন ইউ আহমেদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সে কারণেই তিনি স্বেচ্ছা নির্বাসনে নিউইয়র্কে অবস্থান করেছেন। তবে এখন তার শারিরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি দেশে ফেরার অপেক্ষায় আছে।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭