ইনসাইড পলিটিক্স

মন ভালো নেই জাপা নেতা-কর্মীদের; চেয়ারম্যানের দায়িত্বে কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/01/2019


Thumbnail

দলের চেয়ারম্যান এইচএম এরশাদ আশংকাজনক অবস্থায় উন্নততর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন। সিএমএইচ-এ চিকিৎসাধীন থাকাবস্থায় চিকিৎসকেরা তার আশা ছেড়ে দেয়ার সংবাদ প্রকাশের পরপরই জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীরা মুষড়ে পড়েন।

সাবেক রাষ্ট্রপতির সিএমএইচ  হাসপাতালের  বেডে বসা অবস্থায় একটি ছবি ভাইরাল হওয়ার পর নেতা-কর্মীরা নিশ্চিত হন তাদের প্রিয় নেতা হয়তো তাদের মাঝ থেকে যে কোন সময় বিদায় নেবেন। এরশাদের সহোদর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও এরশাদের শারীরিক অবস্থার অবণতির বিষয়টি স্বীকার করেন।

রোববার জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনেকটা শোকের আবহ লক্ষ্য করা গেছে। সবার একই কথা অভিভাবকশূন্য হতে যাচ্ছে জাতীয় পার্টির নেতা-কর্মীরা। দীর্ঘদিনের অফিস সহকারী ফরহাদ মিয়া বলেন, স্যার (এরশাদ) না থাকা মানেই জাতীয় পার্টির সবাই এতিম। স্যারের মত ভালবাসার মানুষ জাতীয় পার্টিতে দ্বিতীয়টা নেই। তার মতে, স্যার (এরশাদ) যেভাবে সবার খোঁজ-খবর রাখতেন অন্য কোন নেতা তা কখনোই রাখতেন না এমনকি ভবিষ্যতেও রাখবেন না। জাপা চেয়ারম্যানের এমন অবস্থায় অনেকেই ভেঙে পড়েছেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ বলেন, আমাদের নেতা এরশাদ। তাকে ঘিরেই জাতীয় পার্টির রাজনীতি। স্যারের অবর্তমানে পার্টির ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তাগ্রস্ত। মীর আব্দুস সবুর আসুদ সাবেক রাষ্ট্রপতির আরোগ্য কামনা করেন।

ক্রন্দনরত অবস্থায় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু বলেন, স্যার (এরশাদ) না থাকলে আমরা অভিভাবকহীন হয়ে পড়বো। সন্তানদের ভালবাসার পিতা হারিয়ে গেলে সে সন্তান অনাদরেই বড় হবে। জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ প্রশ্নে এমন অভিব্যক্তি অনেকেরই। নেতা-কর্মীদের মতে, স্যারকে যে অবস্থায় সিঙ্গাপুরে নেয়া হয়েছে আদৌও তিনি সুস্থভাবে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সবাই সন্দিহান।

জাপা চেয়ারম্যান আজ দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এরশাদের সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং হুসেইন মোর্শেদের সহধর্মিনী রুখসানা খান মোর্শেদ।

এদিকে, জাপার দপ্তর সূত্রে জানা গেছে, এরশাদের অবর্তমানে এবং চিকিৎসাধীন অবস্থায় বিদেশ থাকাকালীন পার্টির বর্তমান কো-চেয়ারম্যান জিএম কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭