ওয়ার্ল্ড ইনসাইড

হতদরিদ্র দেশের তালিকায় শীর্ষে ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/01/2019


Thumbnail

বিশ্বে সবচেয়ে বেশি হতদরিদ্র মানুষ বাস করে ভারতে। দেশটির ১৭ কোটি ৫৭ লাখ মানুষই দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ‘পোভার্টি অ্যান্ড শেয়ারড প্রসপারিটি-২০১৮’ শীর্ষক একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হতদরিদ্র দেশের তালিকার দ্বিতীয় স্থানে আছে নাইজেরিয়া। এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে কঙ্গো, ইথিওপিয়া ও বাংলাদেশ। শীর্ষ ১০ এ থাকা অন্য দেশগুলো হলো যথাক্রমে তানজানিয়া, মাদাগাস্কার, কেনিয়া, মোজাম্বিক ও ইন্দোনেশিয়া।

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, নাইজেরিয়ায় ৮ কোটি ২৬ লাখ মানুষ হতদরিদ্র। কঙ্গোতে এই সংখ্যা ৫ কোটি ৩২ লাখ এবং ইথিওপিয়ায় ২ কোটি ৬৭ লাখ। সংস্থাটি বলছে, বর্তমানে বিশ্বে মোট হতদরিদ্রের সংখ্যা ৭৩ কোটি ৬০ লাখ। এরমধ্যে ৪৫ কোটিই বাস করে তালিকার শীর্ষ ১০টি দেশে। তবে ২০৩০ সাল নাগাদ এ অবস্থার পরিবর্তন হবে বলে মনে করছে তারা। সেসময় বিশ্বে হতদরিদ্রের সংখ্যা কমে ৪৭ কোটি ৯০ লাখে নেমে আসবে।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭