ওয়ার্ল্ড ইনসাইড

পুলিশের সাহায্যেই হবে পালিয়ে বিয়ে!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/01/2019


Thumbnail

যারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে চান, তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের রাজস্থান পুলিশ বিভাগ। পলাতক জুটিদের জন্য ‘শেল্টার হোম’ তৈরির পরিকল্পনাও করছে তারা।  

রাজস্থান পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জঙ্গা শ্রীনিবাস রাও বলেছেন, পলাতক দম্পতিদের যাতে কোনো বিপদে পড়তে না হয়, সে কারণেই শেল্টার হোমের কথা ভাবা হচ্ছে। এছাড়া রাজ্যের যে কোনো প্রান্তে সমস্যায় পড়া ঘর পালানো দম্পতিদের সর্বতোভাবে সাহায্য করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রীনিবাস রাও আরও জানান, পারিবারিক বাধা বিপত্তির কারণে পালিয়ে বিয়ে করতে ইচ্ছুকদের জন্য রাজ্যের সব জেলায় সিনিয়র পর্যায়ের মহিলা পুলিশ অফিসার রাখা হবে।

উল্লেখ্য, ভারতে বিয়ের ক্ষেত্রে ধর্ম, বর্ণ, গোত্র ও পারিবারিক মর্যাদার মতো বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এ কারণে দেশটির অনেকেই পরিবারের অমতে পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়। প্রায়ই ঘর পালানো এই জুটিদের ওপর নানা অত্যাচারের খবর শোনা যায় দেশটির মিডিয়ায়। কখনো কখনো তাদের হত্যাও করা হয়। ঘর পালানো জুটিদের সাহায্য করতে রাজস্থান পুলিশের পদক্ষেপ এসব হত্যাকাণ্ড কমাবে বলে আশা করা হচ্ছে।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭