কালার ইনসাইড

ক্ষমার অযোগ্য অপরাধ করেছে ইমপ্রেস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/01/2019


Thumbnail

পরিচালক জহির রায়হানের ছেলে বিপুল রায়হান বলেন,‘ আমাদের কাছে ক্ষমা চাইলে হবে না। যেহেতু প্রকাশ্যে প্রামাণ্যচিত্রটি প্রকাশ করা হয়েছে। প্রকাশ্যেই ক্ষমা চাইতে হবে। এটা একটা চক্র। এর পেছনে যারা জড়িত আছে ও স্বার্থ আছে, তাদের শাস্তি পেতেই হবে।’

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল ‘স্টপ জেনোসাইড’ র টাইটেল কার্ডে নির্বাহী প্রযোজক হিসেবে ইমপ্রেস টেলিফিল্মের দুই কর্তাব্যক্তির নাম জুড়ে দেওয়া হয়েছে। কপিরাইট অফিস সূত্রে জানা গেছে, জহির রায়হানের পরিবার থেকে লিখিত কোন অভিযোগ দিলেই ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের অনুমতি ছাড়া ভিডিওটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করে ইমপ্রেস টেলিফিল্ম কপিরাইট আইন লঙ্ঘন করেছে।’

অবশ্য জহির রায়হানের পরিবারের ক্ষোভের মুখে ইমপ্রেস টেলিফিল্ম দুঃখ প্রকাশ করে বলেছে।  ভুলে এমনটা ঘটেছে বলে জানান।

কপিরাইট আইনের ৭১ ধারায় উল্লেখ আছে, সত্বাধিকারীর অনুমতি ছাড়া মুনাফার উদ্দেশ্যে কোনো শিল্পকর্ম সম্পাদনা করে প্রদর্শন করলে ও তাতে সত্বাধিকারীর অধিকার ক্ষুণ্ন হলে তা কপিরাইট লঙ্ঘন বলে বিবেচিত হবে।

এটি প্রকাশ করেছে ‘বঙ্গবিডি’। বঙ্গবিডির কর্তৃপক্ষ বলছে, আমরা শুধু কনটেন্ট সংগ্রহ করি। সেখানে কার নাম দেওয়া। সেটা তো তাদের হিসেব যে বিক্রি করে এটা আমাদের।’

৩০ জানুয়ারি জহির রায়হানের অন্তর্ধান দিবসের আগেই বিষয়টির সুরাহা হবে বলে আশা করছে ইমপ্রেস। কিন্তু পরিবার জানাচ্ছে সেদিনই পারিবারিকভাবে কপিরাইট অফিসে অভিযোগ করবেন।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭