ইনসাইড পলিটিক্স

জামাতের নেতৃত্বে মোনাজাতে ঐক্যফ্রন্ট নেতারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/01/2019


Thumbnail

লালমনিরহাটে জামাতকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করলেন ঐক্যফ্রন্টের নেতারা। ঐ কবর জিয়ারতে অবশ্য গণফেরামের কেউ উপস্থিত ছিলেন না। গণফোরামের অনুপস্থিতি এবং জামাতের উপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন উঠছে, তাহলে কি জাতীয় ঐক্যফ্রন্টে নতুন বিন্যাস হচ্ছে? ড. কামালকে বাদ দিয়েই কি তাহলে ঐক্যফ্রন্ট নতুন ভাবে পুন:গঠিত হচ্ছে? যদিও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা, এসবকে রাজনৈতিক গসিপ বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু বিএনপি মহাসচিব লালমনিরহাট সফরে ‘জামাত’ প্রসংগ এড়াতে বারবার ঐক্যফ্রন্টের নেতাদের অনুরোধ করেছেন। ঐক্যফ্রন্টের একজন নেতা বলেন,‘ বিমান যাত্রায় মির্জা ফখরুল পুরো সময়েই ঐক্যফ্রন্টের নেতা আ.স.ম আব্দুর রব এবং ড. জাফরুল্লাহ চৌধুরীকে এখন জামাত নিয়ে কথা না বলার অনুরোধ করেন। বিএনপি মহাসচিব বলেছেন, ‘আওয়ামী লীগের মতো কথায় কথায় ‘জামাত জামাত’ করেন কেন?’

৩০ ডিসেম্বর লালমনিরহাটে নির্বাচনী সহিংসতায় মারা যান স্থানীয় বিএনপি কর্মী তোজাম্মেল হক। আজ সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা তোফাজ্জল হকের বাড়ি চর ধোলাইঘাটে যান। সেখানে তাঁরা কবর জিয়ারত করেন। বেলা দুইটায় সংক্ষিপ্ত সমাবেশও করেন। ঢাকা থেকে বিএনপি মহাসচিবের সঙ্গে যান জেসডির সভাপতি আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ্‌ চৌধুরী। বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুও তাঁদের সঙ্গে ছিলেন। তোজাম্মেলের কবরে দোয়া পাঠ ও মোনাজাত করেন স্থানীয় জামাত নেতা মওলানা আবদুল হামিদ। এই সফরে গণফোরামের কেউ ছিলেন না। সংক্ষিপ্ত সমাবেশেও স্থানীয় ছাত্রশিবির নেতা আবদুল্লাহ আল নোমান বক্তব্য রাখেন। গত সপ্তাহেই জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছিলেন, ‘জামাতের সঙ্গে তিনি থাকবেন না। জামাতের সঙ্গ ছাড়তে বিএনপিকেও তিনি অনুরোধ জানিয়েছিলেন। এর পরপরই গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের সভা বিএনপি বর্জন করে। জানা যায়, জামাত নিয়ে ড. কামাল হোসেনের আনুষ্ঠানিক অবস্থান ঘোষণার প্রেক্ষাপটেই বিএনপি ঐক্যফ্রন্টের স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেয়নি। গতকাল ড. কামাল হোসেন সিঙ্গাপুর গেছেন। একাধিক সূত্র বলছে, যেভাবে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট গঠন প্রক্রিয়ায় শেষ মুহূর্তে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে বাদ দিয়েছিল। ঠিক একইভাবে বিএনপি এখন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামকে বাদ দেওয়ার পরিকল্পনায় এগুচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহল বলছেন,লালমনিরহাটের ঘটনা তারই একটি টেস্ট কেস।

বিএনপির একজন নেতা বলছেন বিএনপিকে বিব্রত করার জন্যই বারবার জামাত প্রসঙ্গ সামনে আনা হচ্ছে। এটা সরকারের প্রোপাগান্ডা। ড. কামাল হোসেন সরকারের ফাঁদে পা দিয়ে বার বার জামাত জামাত করছেন।’ ঐ নেতা আরও বলেন যে, ‘গণফোরাম বাদ দিয়ে অন্য দলগুলো যেমন জেএসডি, নাগরিক ঐক্য কেউই এই মুহূর্তে জামাত প্রসঙ্গ আনছে না।’

বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, জাতীয় ঐক্যফ্রন্টে ড. কামালের নেতৃত্ব ও ভূমিকা নিয়ে বিএনপিতে এখন নানা প্রশ্ন। এ কারণেই ড. কামালকে হয়ত মাইনাস করতে চায় বিএনপি। বিএনপি তার নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টকে চালাতে চায়। তারই একটি মহড়া হলো আজ লালমনিরহাটে- এমনটাই ধারণা অনেক রাজনৈতিক বিশ্লেষকদের।

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭