ইনসাইড বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত; একমত নন অভিভাবক-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/01/2019


Thumbnail

এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে দেশের সকল কোচিং সেন্টার একমাস বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অন্য সব কোচিং সেন্টার বন্ধের এমন ঘোষণায় দুশ্চিন্তার কোচিং সংশ্লিষ্টদের মধ্যে। কোচিং সেন্টারগুলো বন্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে কোচিংয়ে অধ্যয়নকারী, অভিভাবক এবং কোচিং মালিকদের মধ্যে।

কোচিং সেন্টার এক মাস বন্ধ রাখার বিষয়ে একমত হতে পারছেন না কোচিং সেন্টারের মালিকরা। কোচিং সেন্টার বন্ধের বিষয়ে কথা হয় রাজধানীর ফার্মগেট ও শ্যামলীর কয়েকটি কোচিং সেন্টারের পরিচালকদের সঙ্গে। তাদের ভাষ্য, ‘শুধুমাত্র এসএসসি পরীক্ষার জন্য সকল প্রকার কোচিং সেন্টার বন্ধ রাখার কোন মানে হয় না। অন্য শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা কেন এই সিদ্ধান্তের ভুক্তভোগী হবেন? কোচিং সেন্টারে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বেতনই বা কিভাবে দিব আমরা?’

ঢাকার সাভারের একটি বিসিএস কোচিং সেন্টারের পরিচালক মতিউর রহমান বলেন, ‘বিসিএস কোচিং সেন্টারে অনুশীলনের কারণেই বিসিএস এ বেশি ক্যাডার হয়।’ এ সময় কোচিং সেন্টার বন্ধ থাকলে শিক্ষার্থীরা যেমন ক্ষতির সম্মুখিন হবেন তেমনি কোচিং সেন্টারের মালিকরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান তিনি।

চাকরি প্রত্যাশীরা কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্তকে কোনভাবেই স্বাগত জানাতে পারছেন না। একটি কোচিং সেন্টারের সাহায্যে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়া রায়হান আহমেদ বলেন, ‘সামনে বিসিএস’র পরীক্ষা। এখন এক মাস কোচিং বন্ধ থাকলে বেশ ক্ষতি হবে যা পোষাণো সম্ভব নয়।’

এ বিষয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা বলেন, ‘সকাল ছয়টায় বাসা থেকে বের হতে হয় কোচিং করার উদ্দেশ্যে। এরপর ক্লাস। তারপর আবারও কোচিং করতে হয় এবং বাসায় ফেরার পর আছেন গৃহশিক্ষক। স্কুলে ঠিকমতো পাঠদান হয় না বলেই কোচিং এ যাই। একমাস কোচিং বন্ধ থাকলে পড়াশোনার গ্যাপ পূরণ করা অসম্ভব হয়ে পড়বে।’

একই ধরনের মত অভিভাবকদের। ইংলিশ মিডিয়ামে পড়েন এমন কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকরা বলেন, ‘আমরা তো আর সাধে বাচ্চাদের কোচিংয়ে পাঠাই না। স্কুলে পড়ার গ্যাপ পূরণের জন্যই তারা কোচিং করে। এক মাস কোচিং বন্ধ থাকবে। এই দীর্ঘ সময়ে শিক্ষার্থীরা কীভাবে পড়াশোনা কাভার করবে? তারা তো পিছিয়ে পড়বে।

তাদের দাবি, স্কুলগুলো ঠিকমত শিক্ষা প্রদানে ব্যর্থ হওয়ায় তাদের সন্তানদেরকে কোচিং নির্ভরই হতে হচ্ছে।

বাংলা ইনসাইডার/এমএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭