ইনসাইড পলিটিক্স

বেগম জিয়া সব জানেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/01/2019


Thumbnail

গতকাল নাইকো দুর্নীতি মামলার শুনানিতে হুইলচেয়ারে করে আদালতে যান বেগম খালেদা জিয়া। আদালতে শুনানি ফাঁকে ফাঁকে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং আরও কয়েকজন আইনজীবির সঙ্গে কথা বলেন।

মওদুদ আহমেদকে উদ্দেশ্য করে বেগম জিয়া জানতে চান, ‘আপনারা কী করছেন?’ ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘মহাসচিব কী করছেন তা তো আমরা জানি না।’ বেগম খালেদা জিয়া তখন মৃদু হেসে বলেন, ‘আমি সব জানি। সব ঠিক হয়ে যাবে।’ দল গোছানোর জন্য তিনি ব্যারিস্টার মওদুদকে পরামর্শ দেন। ব্যারিস্টার মওদুদের সঙ্গে মামলার আইনগত দিক নিয়ে পরামর্শ করেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে বেগম খালেদা জিয়া দুটি মামলায় দণ্ডিত হয়ে কারাবরণ করছেন এবং নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠনের জন্য আদালতে এখন শুনানি চলছে। আগামী ৪ ফেব্রুয়ারি চার্জ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

বাংলা ইনসাইডার/এমআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭