ইনসাইড বাংলাদেশ

উন্নয়ন প্রকল্পের কাজের মান বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/01/2019


Thumbnail

দেশে চলমান উন্নয়ন প্রকল্পের কাজের মান ও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সম্মেলন কক্ষে বৈঠকে তিনি এ কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই প্রথম একনেক বৈঠক।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে এবং আরও বাড়াতে হবে। আর এজন্য প্রকল্প বাছাই ও বাস্তবায়নে যত্নবান হতে হবে। এভাবেই উন্নয়নের পথে যাবো। উন্নয়নশীল এর মর্যাদা পেয়েছি। উন্নত দেশের কাতারে যেতে হবে।’ জনগণ ভোট দিয়ে যে গুরু দায়িত্ব তাঁকে দিয়েছে সেই বিশ্বাসের সম্মান তিনি রাখবেন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তৃণমূলের প্রতিটি মানুষের জীবনমান ও ভাগ্য যেন উন্নত হয়, তারা উন্নয়নের সুফল পায় সেটি নিশ্চিত করতে হবে।’ এ সময় সবার সহযোগিতা বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বাংলা ইনসাইডার/এমএস/এমআর

 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭