ইনসাইড গ্রাউন্ড

আইসিসির বর্ষসেরা একাদশে একমাত্র বাংলাদেশি মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/01/2019


Thumbnail

বি্শ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। আজ মঙ্গলবার বার্ষিক পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে এই তালিকা প্রকাশ করে।

তালিকায় ৪ ভারতীয়, ৪ ইংলিশ ক্রিকেটারের পাশাপাশি জায়গা পেয়েছেন বাংলাদেশ, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের একজন করে। ২০১৮ সালের পারফরম্যান্স বিবেচনায় এই তালিকা তৈরি করেছে আইসিসি।

গত বছরে ১৮ ওয়ানডেতে ২৯টি উইকেট শিকার করেন মুস্তাফিজ। জিম্বাবুয়ের টেন্ডাই চাতারার পর তিনিই পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী।

কিংবদন্তী সাবেক ক্রিকেটার ও বিশ্বখ্যাত সাংবাদিকদের ভোটে এই একাদশ নির্ধারিত হয়েছে।

গত বছরে ব্যাটে বলে সমান তালে লড়ে গেলেও তালিকায় জায়গা হয়নি অলরাউন্ডার সাকিব আল হাসানের। তিনি ব্যাট হাতে ১৩ ইনিংসে ৩৮.২৩ গড়ে ৪৯৭ রানের পাশাপাশি বল হাতে ১৫ ম্যাচে নেন ২১ উইকেট।

বর্ষসেরা ওয়ানডে একাদশ:

রোহিত শর্মা (ভারত), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত) (অধিনায়ক), জো রুট (ইংল্যান্ড), রস টেলর (নিউজিল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড) (উইকেটরক্ষক), বেন স্টোকস (ইংল্যান্ড), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), কুলদীপ যাদব (ভারত) ও জাসপ্রিত বুমরাহ (ভারত)।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭