কালার ইনসাইড

এক টুকরো চিরস্থায়ী জায়গা চাইলেন বুলবুল পুত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/01/2019


Thumbnail

রাজধানীর আফতাব নগরে আহমেদ ইমতিয়াজ বুলবুলের বাসভবনটি শোকের চাদরে ঢাকা পড়েছে। বুলবুলের দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু কুমার বিশ্বজিৎ এবং এন্ড্রু কিশোর চোখের কোণে জল নিয়ে নির্বাক হয়ে বসে আছেন। পাশে বসা একমাত্র ছেলে সামির আহমেদ।

গণমাধ্যম বারবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে কথা বলতে রাজি হন সামির। তিনি বলেন,‘আমার বাবা কিশোর বয়সে মুক্তিযুদ্ধ করেছেন। সারাজীবন মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেছেন। স্বাধীনতা বিরোধীদের শাস্তির জন্যও তিনি সোচ্চার ছিলেন। সেজন্য আমার পরিবার ও বাবাকে অনেক মূল্য দিতে হয়েছে। আমি আমার বাবার জন্য মিরপুর বুদ্ধিজীবী করবস্থানে এক টুকরো চিরস্থায়ী জায়গা চাই।’

তিনি বলেন,‘ আমি সরকারের কাছে অনুরোধ করছি বাবাকে যেন বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। সেইসঙ্গে তার কবরটি যেন শুধুমাত্র তার জন্যই বরাদ্দ করা হয়। মানুষ যেন খুব সহজেই বাবার কবরটি শনাক্ত করতে পারে। তার জন্য দোয়া করতে পারে। সরকারের কাছে এটুকু আবেদন।’

আজ মঙ্গলবার ভোররাতে না ফেরার দেশে পাড়ি জমান গানের কিংবদন্তি ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল। একমাত্র পুত্র সামির বাকরুদ্ধ হয়ে আছেন। তার চোখে জল নেই। কারও স্বান্তনারও প্রয়োজন পড়ছে না।

বাংলা ইনসাইডার/এমআরএইচ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭