ইনসাইড বাংলাদেশ

এপ্রিলে বিআরটিসিতে নতুন সহস্রাধিক গাড়ি যুক্ত হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/01/2019


Thumbnail

আগামী এপ্রিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন’এ (বিআরটিসি) যুক্ত হচ্ছে নতুন ১১ ’শ বাস ও ট্রাক। আজ মঙ্গলবার রাজধানীর বিআরটিসি’র কার্যালয়ে এক সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘বিআরটিসিতে অনিয়ম ও দুর্নীতির জঞ্জাল ঘর বেঁধেছে। রাক্ষানাবেক্ষনের অভাবে সংস্থার গাড়িগুলো নষ্ট হয়ে যায়। এন জন্য এ দিকে নজর দিতে হবে। আগামী এপ্রিলে বিআরটিসিতে নতুন ১১ শত বাস ও ট্রাক যুক্ত করা হচ্ছে।’ বাস ও ট্রাক সংযুক্ত করার কাজের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও মন্ত্রী জানান।

মন্ত্রী আরও বলেন, ‘বিআরটিসেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। এখানের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বের করে দিতে হবে।’

বাংলা ইনসাইডার/এমএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭