ইনসাইড বাংলাদেশ

ধ্বংস করা হল পৌণে চার কোটি টাকার মাদকদ্রব্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/01/2019


Thumbnail

সিলেট সেক্টরের বিজিবির ২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জে বিভিন্ন সময়ে আটককৃত প্রায় পৌণে চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হল।’ মঙ্গলবার বিকেলে ব্যাটালিয়ন হোডকোয়ার্টারে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ব্যাটালিয়ন কমান্ডার জানান, ২০১৬ সালের ৯ অক্টোবর থেকে ২০১৯ সালের ২০ জানুয়ারী পর্য্যন্ত ব্যাটালিয়নের আওতাভুক্ত জেলার ১১ উপজেলার বিভিন্ন সীমান্তে বিজিবির টহল দল প্রায় ৩ কোটি ৬৬ লাখ ৭৬হাজার ৫৪৩ টাকার বিভিন্ন প্রকার বিদেশী মাদকদ্রব্য, আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরবিড়ি ও গাঁজার চালান আটক করে।’

আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে বিভিন্ন ব্রান্ডের  ২০ হাজার ৮৯৩ বোতল বিদেশী মদ, সাড়ে ৫ লিটার বাংলা  (চোলাই) মদ, ৬৪৯ বোতল বিয়ার, ১১ হাজার ৮’শ কেজি গাঁজা, ২৪ লাখ ৬৪ হাজার ৭৯০ শলাকা বিড়ি, ৩ হাজার ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট।

বিজিবির সিলেট সেক্টর কমান্ডার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যাটালিয়নে মাদকদ্রব্য ধ্বংস করনে। এর প্রারম্ভে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলমের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংসকরণ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মো. শহিদুল ইসলাম পিএসসি।

বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭