ইনসাইড গ্রাউন্ড

দুই ওপেনারের ব্যাটে সহজ জয় রংপুরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/01/2019


Thumbnail

১৮১ রানের পুঁজি নিয়ে রংপুরের কাছে পাত্তা পেলো না খুলনা টাইটান্স। দুই ওপেনারের জোড়া অর্ধশতকে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে – বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রংপুর।

বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন ওপেনার অ্যালেক্স হেলস। অপরপ্রান্তে নিজের ছায়া হয়ে দাঁড়িয়ে থেকে নিজেকে গুছিয়ে নিতে থাকেন ক্রিস গেইল। ২৯ বলে ৫৫ রান করে ইয়াসির শাহর বলে বোল্ড হয়ে ফিরে যান হেলস। এরপরই হাত খুলে খেলতে থাকেন গেইল। তার যোগ্য সঙ্গ দেন এবি ডি ভিলিয়ার্স। ভিলিয়ার্স ২৫ বলে ৪১ রান করে ফিরে গেলেও অর্ধশতক তুলে নেন গেইল।

দলীয় ১৭১ রানের মাথায় হেলসের সমান ৫৫ রান করেই ফিরে যান গেইল। তার ৪১ বলের ইনিংসে ২টি চারের মারের পাশাপাশি ছিল ৫টি ছয়ের মার। এরপর মোহাম্মদ মিথুন ১৫ রানে সাজঘরে ফিরলেও জয় পেতে কষ্ট হয়নি রংপুরের। ছয় মেরে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রাইলি রুশো। ৩ বলে ১০ রান করেন তিনি। ২ উইকেট নিয়ে খুলনার সফলতম বোলার ইয়াসির শাহ।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা খুলনা টাইটান্স নাজমুল হোসেন শান্তর ৪৮ ও ডেভিড উইসির ১৫ বলের ৩৫ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রানের সম্মানজনক স্কোর দাঁড় করায়।

ব্যাট করতে নেমে খুলনার শুরুটা মোটেও ভাল হয়নি। প্রথম ওভারেই মাশরাফির শিকারে পরিণত হন আল আমিন। এরপর ব্রেন্ডন টেলর (৩২) ও নাজমুল হোসেন শান্তর (৪৮) ব্যাটে ঘুরে দাঁড়ায় টেবিলের তলানিতে থাকা দলটি। মিডল অর্ডারে রিয়াদের ২৯ ও ডেভিড উইসির ১৫ বলে খেলা ৩৫ রানের ক্যামিওতে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১৮১ রান তুলতে পারে খুলনা।

৪ ওভারে ৩২ রান খরচায় ৪ উইকেট নিয়ে রংপুরের সফলতম বোলার ফরহাদ রেজা। অধিনায়ক মাশরাফি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়েছেন। বিনিময়ে নেন একটি উইকেট।

৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে গেলো রংপুর রাইডার্স। সমান ম্যাচে এটি খুলনার ৭ম পরাজয়। তাদের পয়েন্ট মাত্র ২।

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭