ইনসাইড বাংলাদেশ

আ’লীগের ইশতেহার বাস্তবায়নে সহযোগিতা করবে জার্মানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/01/2019


Thumbnail

সরকারের পাশাপাশি আওয়ামী লীগের ইশতেহার বাস্তবায়নে সহযোগিতা করার ইচ্ছা পোষণ করেছে জার্মানি। আজ মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জার্মানির এ ইচ্ছার কথা জানান বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব কথা জানান।

সৌজন্য সাক্ষাতের শুরুতে টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের পাঠানো শুভেচ্ছাবার্তা তুলে দেন রাষ্ট্রদূত। শুভেচ্ছাবার্তায় নতুন সরকারের সফলতা কামনা করেন অ্যাঞ্জেলা মের্কেল। বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথ ধরে সফলতার পথে এগিয়ে যাবে বলে শুভকামনা জানান তিনি। অংশীদারিত্বের চেতনা নিয়ে অব্যাহতভাবে বাংলাদেশের পাশে থাকতে পারায় সন্তোষ প্রকাশ করেন জার্মান চ্যান্সেলর।

শিগগিরই জার্মান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ও জার্মানির সংসদ সদস্যদের দুটি আলাদা প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবেন বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন পিটার ফারেনহোল্টজ।

বাংলা ইনসাইডার/এমএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭