ওয়ার্ল্ড ইনসাইড

মার্লবোরো সিগারেটের বদলে গাঁজা আনছে ফিলিপ মরিস?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/01/2019


Thumbnail

বিশ্বখ্যাত ফিলিপ মরিস কোম্পানি তাদের মার্লবোরো সিগারেট বাজারজাতকরণ বন্ধের ঘোষণা দিয়েছে। এ খবর এখন পুরোনো। শত বছরের পুরোনো সিগারেটের এই ব্রান্ডটি বন্ধের কারণ হিসেবে তারা বলেছে, পৃথিবীকে ধোঁয়ামুক্ত করাই তাদের মূল লক্ষ্য। এজন্য স্মোক ফ্রি একটি ডিভাইস বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে ফিলিপ মরিস কোম্পানি। যেটা তামাক না পুড়িয়ে, এবং ধোঁয়ার সৃষ্টি না করেই নিকোটিনের ফ্লেভার এনে দেবে।

কোম্পানিটি জানিয়েছে, তাদের নতুন ডিভাইসটি সিগারেটের মধ্যে থাকা ক্ষতিকর কেমিক্যালের ৯৫ শতাংশ ছাড়াই নিকোটিনের ফ্লেভার উৎপন্ন করবে।

এর উল্টো কথাও অবশ্য শোনা যাচ্ছে। কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, জনপ্রিয় মার্লবোরো সিগারেটের উৎপাদক প্রতিষ্ঠান এখন গাঁজায় মনোযোগী হতে চাইছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো বিনোদনের জন্য গাঁজা কেনা-বেচাকে বৈধ করেছে। এই সুযোগটিই কাজে লাগাতে চাইছে মার্লবোরোর মালিকরা।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭