ইনসাইড গ্রাউন্ড

চিটাগংকে ১৫৮ রানের লক্ষ্য দিলো রাজশাহী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/01/2019


Thumbnail

ঢাকার ২য় পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রাজশাহী কিংস। টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার লরি ইভান্সের অর্ধশতক এবং ক্রিশ্চিয়ান জংকরের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান তোলে মিরাজের দল।

মিরপুরে ব্যাট করতে নামা রাজশাহীর শুরুটা মোটেও ভাল হয়নি। দেশি ব্যাটম্যানদের চরম ব্যর্থতার দিনে রাজশাহীকে উদ্ধার করেন দলের বিদেশিরা। সৌম্য ৩, মার্শাল আইয়ুব ১ ও জাকির হাসান ৫ রানে ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন বিদেশিরা। ওপেনার লরি ইভান্সের ৭৪, ডেসকাটের ২৮ এবং ক্রিশ্চিয়ান জংকরের ২০ বলে ৩৬ রানের উপর ভর করে শেষ পর্যন্ত দেড়শ’ পেরোয় রাজশাহীর ইনিংস। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৪ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য চিটাগংয়ের লক্ষ্য ১৫৮ রান। আজ জিতলেই ঢাকাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে চিটাগং।

বাংলা ইনসাইডার/এমআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭