ইনসাইড গ্রাউন্ড

১০ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ভারতের ওয়ানডে জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/01/2019


Thumbnail

মোহাম্মদ শামির গতি আর কুলদীপ যাদেবের ঘূর্ণিতে সহজ জয় তুলে নিয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বিরাট কোহলির ভারত। টস জিতে ব্যাট করতে নেমে ৩৮ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ৩৪.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ১০ বছরের মধ্যে এটি ভারতের প্রথম ওয়ানডে জয়।

নেপিয়ারে ভারতীয় বোলারদের সামনে একমাত্র কেন উইলিয়ামসন ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি। তার ব্যাট থেকে ৬৪ রান আসলেও শামি, কুলদীপ যাদবদের সামনে আর কেউ দাঁড়াতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে রস টেইলরের ব্যাট থেকে। শামি ৬ ওভারে ২ মেইডেনসহ ১৯ রান খরচায় নেন ৩ উইকেট। আর নিউজিল্যান্ডের লেজ মুড়ে দেয়া কুলদীপ যাদব ৩৯ রান খরচায় নেন ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের ১০ ওভার শেষে হানা দেয় সূর্য। নেপিয়ারের পিস পূর্ব-পশ্চিম হওয়ায় সন্ধ্যায় সাতটায় সূর্যালোক সরাসরি ব্যাটসম্যানের চোখে লাগে। তাই আধা ঘণ্টার জন্য খেলা বন্ধ থাকে। ভারতের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৯ ওভারে ১৫৬ রান। সেটা হেসেখেলেই পার হয় ভারত। ওপেনার শিখর ধাওয়ান সর্বশেষ ৯ ইনিংসে প্রথম ওয়ানডে অর্ধশতকের দেখা পান। তার ৭৫ অধিনায়ক বিরাট কোহলির ৪৫ রানের সুবাদে ২ উইকেট হারিয়ে ৩৪.১ ওভার শেষে জয় নিশ্চিত করে। ম্যাচসেরা হন মোহাম্মদ শামি।

নিউজিল্যান্ডের মাটিতে ভারত এর আগে ওয়ানডে জিতেছিল ২০০৯ সালে। সেডান পার্কে নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়েছিল মাহেন্দ্র সিং ধোনির ভারত। সেদিন ম্যাচে হানা দিয়েছিল বৃষ্টি। ভারতের ওপেনার গৌতম গাম্ভীর ৬৭ বলে ৬৩ করলেও আরেক ওপেনার শেওয়াগ ৭৪ বলে ১২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। বৃষ্টি আইনে ভারত জিতে যায়।

বাংলা্ ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭