কালার ইনসাইড

কেমন আছেন তাঁরা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/01/2019


Thumbnail

এ মাসে পরপর দুটি দুর্ঘটনায় শোবিজে অঙ্গনের বেশ কয়েকজন তারকা আহত হয়েছেন। এর মধ্যে কেউ সুস্থ হয়ে উঠেছেন, কারও অবস্থা ভালো নেই। তাদের খোঁজ খবর জানানো হল:

কল্যান কোরাইয়া:

শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ছোট পর্দার চার অভিনেতা ও তিন নির্মাতা। গত ১২ জানুয়ারী শনিবার বিকালে গোপালগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। বিইউ শুভ, স্বাধীন ফুয়াদ ও রাইসুল তমালের একটি প্রজেক্টে কাজ করতে শনিবার বিকালে মাইক্রোবাসে গোপালগঞ্জ রওনা করেছিলেন ছোট পর্দার চার অভিনেতা কল্যাণ কোরাইয়া, স্বাগতা, রানী আহাদ, অ্যালেন শুভ্র ও গোলাম কিবরিয়া তানভীর। কিন্তু মাইক্রোবাসটি কেরানীগঞ্জ যাওয়ার পর যাত্রীবাহী একটি বাস এসে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের বাম দিকটা ভেঙে যায়। এসময় শরীরে সবচেয়ে বেশী চোট পান অভিনেতা কল্যাণ কোরাইয়া। তিনি বলেন,‘এখন একটু ভালো। কোমরের ব্যাথাটা অনেকটা কমেছে। শরীরের কয়েকটা জায়গায় অল্প অল্প ব্যাথা আছে। বা হাত আর বা পায়ের হাটুতে ব্যাথাটা একটু বেশি ছিল। এখন রেস্টেই আছি। আমার দুইদিন শুটিং করার কথা ছিল। একদিন শুটিং করে চলে আসছি। তারপর রেস্টেই আছি। দু- একদিনের মধ্যেই শুটিংয়ে নেমে যেতে পারবো আশা করি।’

ঘটনার বর্ণনায় তিনি বলেন,‘ আমরা ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিলাম। দুপুরের দিকে আমরা মাইক্রোবাস নিয়ে রওনা হয়েছি। আমাদের দুটো মাইক্রোবাস ছিল। একটা সামনে আরেকটা পেছনে। পেছনেরটায় আমরা শিল্পীরা ছিলাম। পোস্তগোলা ব্রিজ পাড় হওয়ার পরে পদ্মা সেতুর আগে যে হাইওয়ে। সেখানে সংঘর্ষ হয়। কিন্তু একটুর জন্য সাইড দিয়ে লেগে গেছে। সামনে লাগলে হয়তো বাঁচতাম না। যেহেতু সাইডে লেগেছে। অল্পের জন্য বেঁচে গিয়েছি। বাসের সামনের সাইট মাইক্রোবাসের মাঝামাঝিতে লেগেছিল। গ্লাস ভেঙ্গে বডিও ভেঙ্গে গেছে। গ্লাসের সাইটে আমি ছিলাম। বাস আর দাড়ায়নি। পরে ঘুরে বাসটাকে আমরা ধরেছি। ড্রাইভার- সুপারভাইজারকে নামিয়ে পুলিশ ডেকে সোপর্দ করেছি। পরবর্তীতে ক্ষতিপূরণ নিয়ে মিমাংসা করে ছেড়ে দেয়া হয়েছে। আর তো কিছু করার নেই। ওখান থেকে গোপালগঞ্জ গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে একদিন শুটিং করছিলাম। তারপর চলে আসছি। ব্যাথা ছিল বেশ। তারপর থেকে পেইন কিলারের উপর আছি। ওরকম কাটাছেড়া বা কিছু ফাটেনি। পিঠে যে ব্যাথা পেয়েছিলাম ওইটাই একটু বেশি ছিল। পরে দেখলাম হাটু আর বা হাতে একটু ব্যাথা আছে। সোয়েটার পরে ছিলাম অনেকটা রক্ষা মেলেছে। কারণ গ্লাস ভেঙ্গে গিয়েছিল। অল্পের উপর দিয়ে বেঁচে গেছি।’

অল্প আঘাত পেলেও এখন ভালো আছেন অভিনেত্রী স্বাগতা, রানি আহাদ, অ্যালেন শুভ্র ও তানভীর। তারা তখনই কিছু ট্রিটমেন্ট নিয়ে শুটিং করতে পেরেছেন।

অহনা:

ট্রাকচালকের নির্মমতায় গুরুতর আহত অভিনেত্রী অহনা হাসপাতাল ছেড়েছেন। গত ১৭ তারিখ বুধবার সন্ধ্যার পর তিনি অ্যাপোলো হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। বর্তমান পরিস্থিতি নিয়ে অহনা বলেন,‘ ভালো নেই। সারা শরীরে প্রচ- ব্যথা। নড়তে কষ্ট হচ্ছে। সেরে উঠতে বহু সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক। অন্তত দেড় মাস বিছানায় বিশ্রামে থাকতে হবে। তিন মাসের মধ্যে কোমরের টিস্যুর ক্ষত সেরে না উঠলে বিদেশে নিয়ে চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন ডাক্তার।’ খুব বেশি কথা বলতে চায়নি অহনা।

তবে তিনি জানান,‘এমআরই পরীক্ষার পর শরীরে হাড় ভাঙার লক্ষণ পাওয়া যায়নি। কিন্তু কোমরের যে টিস্যু থাকে সেগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার। আর শরীরের অনেক জায়গায় পাথর কুচি ঢুকেছে। সেই ক্ষততেও ব্যাথা আছে।’

আহত হওয়ার পর রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন অভিনেত্রী অহনা। কিন্তু অবস্থা ক্রমেই খারাপের দিকে যাওয়ায় সোমবার অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

এর আগে গত ৮ জানুয়ারি রাতে শুটিং শেষ করে অহনা তার খালাতো বোন মিতুকে সঙ্গে নিয়ে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনের দিকে যাচ্ছিলেন। উত্তরার কাবাব ফ্যাক্টরি থেকে কিছুটা সামনে সাত নম্বর সেক্টরের পূর্ব মাথায় একটি বেপরোয়া গতির পাথর বোঝাই ট্রাক সজোরে ধাক্কা দিয়ে অহনার ব্যক্তিগত গাড়ির ক্ষতি করে। অহনা গাড়ি থেকে নেমে ট্রাকচালককে নামতে বলেন। এ সময় ইচ্ছাকৃতভাবে ট্রাক পেছনে নিয়ে অহনার গাড়িকে সজোরে ধাক্কা দেয় চালক। অহনা বলেন,‘ ওরা তো আমাকে মেরে ফেলতেই চেয়েছিল। আমি মিডিয়ায় কাজ করি। এটা ওরা জানে। একজন আরেকজনকে বলে একে বাচিয়ে রাখলে আমরা ফেঁসে যাবো, এটা তো নায়িকা।’ 

অহনাকে আহত করার ঘটনায় ৯ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন অহনার খালাতো বোন লিজা ইয়াসমীন মিতু। ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে ট্রাকচালক সুমন মিয়া ও তার সহকারী রোহানকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ ঘটনায় মামলায় গ্রেফতার ট্রাকচালক সুমন মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭