ইনসাইড বাংলাদেশ

বিআরটিএ’কে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় সেতুমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/01/2019


Thumbnail

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যে কোনো মূল্যে দুর্নীতিমুক্ত করা হবে। কর্মকর্তাদের মধ্যে আগে যারা ব্যাড প্র্যাকটিস (দুর্নীতি) করেছেন তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল।’ আজ বুধবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ’র সদর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রী এ সময় বলেন, ‘অনিয়ম-দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। কর্মকর্তারা যদি বাইরের দালালদের প্রশ্রয় দেন তাহলে অনিয়ম দুর্নীতি চলতেই থাকবে। অনিয়ম-দুর্নীতি যে কোনো মূল্যে বন্ধ করতে হবে।’ এ প্রতিষ্ঠানকে জনবান্ধব ও হয়রানিমুক্ত এবং সেবামূলক একটি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান বলেও জানান ওবায়দুল কাদের।

বাংলা ইনসাইডার/এমএস/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭