কালার ইনসাইড

যারা পেলেন অস্কার মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/01/2019


Thumbnail

বিনোদন ভুবনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘অস্কার’-এর ৯১ তম আসর বসছে  আগামী ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডালবি থিয়েটার হলে। মোট ২৪টি বিভাগে সেরাদের পুরস্কৃত করা হবে এই আসরে। সর্বোচ্চ ১০টি বিভাগে মনোনীত হয়ে শীর্ষে রয়েছে চলচ্চিত্র ‘রোমা’ ও ‘দ্য ফেভারিট’। চূড়ান্ত ঘোষণা আসার আগে একবার দেখে নেওয়া যাক কারা এবং কোন ছবিগুলো লড়ছে এবারের অস্কারের আসরে।

সেরা চলচ্চিত্র

এ স্টার ইজ বর্ন

ব্ল্যাককক্লানসম্যান

ব্ল্যাক প্যান্থার

বোহেমিয়ান র‍্যাপসডি

কোল্ড ওয়ার

দ্য ফেভারিট

গ্রিন বুক

রোমা

ভাইস

সেরা অভিনেতা

ক্রিশ্চিয়ান বেল (ভাইস)

ব্র্যাডলি কুপার (এ স্টার ইজ বর্ন)

উইলিয়ান ডেফর ( অ্যাট ইনিমিস গেইট)

র‍্যামি মালেক (বোহেমিয়ান র‍্যাপসডি)

ভিগো মরটেনসেন ( গ্রীন বুক)

সেরা পার্শ্ব অভিনেতা

মাহেরশালা আলী (গ্রীন বুক)

অ্যাডাম ড্রাইভার (ব্ল্যাককক্লানসম্যান)

স্যাম এলিয়ট (এ স্টার ইজ বর্ন)

রিচার্ড ই গ্র্যান্ট (ক্যান ইউ এভার ফরগিভ মি?)

স্যাম রকওয়েল (ভাইস)

সেরা অভিনেত্রী

জালটিজা অ্যাপারিসিও ( রোমা)

গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ)

লেডি গাগা (এ স্টার ইজ বর্ন)

অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)

মেলিসা ম্যাকার্থি (ক্যান ইউ ইভার ফরগিভ মি?)

সেরা পার্শ্ব অভিনেত্রী

অ্যামি অ্যাডামস (ভাইস)

মেরিনা ডি তাভিরা (রোমা)

রেজিনা কিং (ইফ ব্যালি স্ট্রিট কুড টক)

এমা স্টোন (দ্য ফেভরিট)

র‍্যাচেল উইযৎ ( দ্য ফেভরিট)

সেরা পরিচালক

আলফনসো কোরন (রোমা)

জরগোস লাথিয়ামোস ( দ্য ফেভরিট)

অ্যাডাম ম্যাকে (ভাইস)

স্পাইক লি (ব্ল্যাককক্লানসম্যান)

পাওয়েল পলিকভস্কি (কোল্ড ওয়ার)

বিদেশী ভাষার শ্রেষ্ঠ ছবি

ক্যাপারনৌম (লেবানন)

কোল্ড ওয়ার (পোল্যান্ড)

নেভার লুক ব্যাক (জার্মানি)

রোমা (মেক্সিকো)

শপলিফ্টারস (জাপান)

সেরা অ্যানিমেশন ছবি

ইনক্রিডেবলস ২

আইল অব ডগস

মিরাই

রালফ ব্রেক দ্য ইন্টারনেট

স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স

বাংলা ইনসাইডার/এইচপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭