ইনসাইড বাংলাদেশ

সোনালী ব্যাংকের সাবেক ৮ কর্মকর্তার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/01/2019


Thumbnail

টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের গোপালগঞ্জ শাখার ৮ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। ৪৭ লাখ ২ হাজার ৬২৮ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় আজ বুধবার ফরিদপুরের বিশেষ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন।

দুদকের ফরিদপুর বিশেষ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মজিবুর রহমান জানান, ২০০৩ সালের ৮ডিসেম্বর সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুস সোবহান বাদী হয়ে ব্যাংকটির ১০ কর্মকর্তার নামে মামলা করেন। এদের মধ্যে দুইজন পরবর্তীতে মারা যান। সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার সাবেক অফিসার (ক্যাশ) অমল চন্দ্র বিশ্বাস, সাবেক অফিসার (ক্যাশ) এম এইচ সিদ্দিকুর রহমান, সাবেক অফিসার (ক্যাশ) মো. মুনছুরুল হক, সাবেক অফিসার (ক্যাশ) মোশাররফ হোসেন মোল্লা, সাবেক অফিসার (ক্যাশ) গোলাম মোহাম্মদ মুন্সী, সাবেক অফিসার (ক্যাশ) দিলীপ কুমার মন্ডল, সাবেক হেড ক্যাশ কর্মকর্তা ইউসুফ আলী খন্দকার এবং শওকত হোসেন মোল্লাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।

এদের মধ্যে উক্ত শাখার হেড ক্যাশ অফিসার শওকত হোসেন মোল্লাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। বাকি আসামিদের প্রত্যেককে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শওকত হোসেন মোল্লা ছাড়া বাকিরা উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের ফরিদপুর জেলহাজতে প্রেরণ করা হয়।

বাংলা ইনসাইডার/এমএস/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭