ওয়ার্ল্ড ইনসাইড

বেয়ার গ্রিলসকে ছুঁড়ে ফেলেছিল ভারতের সেনাবাহিনী!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/01/2019


Thumbnail

বিশ্বের অন্যতম সেরা অভিযাত্রী হিসেবে প্রথম সারিতেই যার নাম থাকবে, তিনি বেয়ার গ্রিলস। পৃথিবীর প্রতিটি কোণা ঘুরে বেড়িয়েছেন তিনি। মুখোমুখি হয়েছেন ভয়ঙ্কর সব চ্যালেঞ্জের। পোকা-মাকড় থেকে শুরু করে প্রাণীর বিষ্ঠা, এমনকিছুই পাওয়া যাবে না যা তিনি নিজের খাদ্য তালিকায় যোগ করেননি।

মজার বিষয় হলো, দুর্ধর্ষ এই অভিযাত্রীকে ছুঁড়ে ফেলেছিল ভারতীয় সেনাবাহিনী। কলেজের পাঠ চুকিয়ে ভারতে গিয়েছিলেন গ্রিলস। দেশটির সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু ভারতীয় নাগরিক না হওয়ায় ইন্ডিয়ান আর্মড ফোর্সে যোগ দিতে ব্যর্থ হন তিনি। শেষমেশ ঢুকে পড়েন ব্রিটিশ আর্মিতে।

ব্রিটিশ আর্মির স্পেশাল এয়ার সার্ভিসের হয়ে ৩ বছর কাজ করেছেন গ্রিলস। সেসময় স্কাইডাইভিং করতে গিয়ে জাম্বিয়ায় প্যারাস্যুট অ্যাক্সিডেন্টের কবলে পড়েন তিনি। মেরুদণ্ডের তিনটি হাড় ভেঙে যায় তার। বাধ্য হয়েই ব্রিটিশ আর্মি থেকে তাকে অবসর নিতে হয়। এটাই যেন তার জীবনে শাপে-বর হয়ে আসে। অকাল অবসরের কারণেই শুরু করেন নতুন সব অভিযান। আর এর পরের গল্পটা তো সবারই জানা।

বাংলা ইনসাইডার/এএইচসি/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭