ওয়ার্ল্ড ইনসাইড

বোনকে রাজনীতিতে আনতে বেগ পেতে হয়েছিল রাহুলকে ও অন্যান্য খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/01/2019


Thumbnail

বোন প্রিয়াঙ্কা গান্ধীকে ভারতের রাজনীতিতে সক্রিয় হতে রাজি করাতে যুক্তরাষ্ট্রে ছুটে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নিউইয়র্কে ভাই-বোন একসঙ্গে বসে আলোচনার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত হয়।

ভেনেজুয়েলার সরকার বিরোধী নেতাকে প্রেসিডেন্টের স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বামপন্থি সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের নেতা হুয়ান গুইদোকে দেশটির প্রেসিডেন্টের স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে মাদুরো সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে গুইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়।

অচলাবস্থা নিরসনে মার্কিন সিনেটে ভোট

যুক্তরাষ্ট্রের আংশিক অচলাবস্থা কাটাতে স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে দুইটি বিল নিয়ে ভোট অনুষ্ঠিত হবে। বিল পাস হলে কেটে যেতে পারে মাসব্যাপী চলমান অচলাবস্থা।

ফ্লোরিডার ব্যাংকে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি ব্যাংকে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। বন্দুকধারী ২১ বছর বয়সী জেফেন জেভেয়ার পুলিশের কাছে আত্মসমর্পন করেছে বলে জানা গেছে।

জনপ্রিয়তায় ধস পুতিনের

রাশিয়ার জনগণের মাঝে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জনপ্রিয়তা এক যুগের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। অপিনিয়ন রিসার্চ সেন্টারের জরিপে দেখা গেছে, পুতিন সরকারের প্রতি রুশ জনগণের আস্থা ৩৩.৪ শতাংশে নেমে এসেছে। ২০০৬ সালের পর এটাই রুশ সর্বনিম্ন হার।

থাইল্যান্ডে সাধারণ নির্বাচন ২৪ মার্চ

দীর্ঘ চার বছর পর গণতন্ত্র ফিরছে থাইল্যান্ডে। আগামী ২৪ মার্চ দেশটিতে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

নিউইয়র্কে মুসলিমদের ওপর হামলার ছক, গ্রেপ্তার ৪

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুসলিম কমিউনিটির ওপর বোমা হামলার পরিকল্পনা করার অভিযোগে এক কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

চীনা জাতীয় সঙ্গীতের অবমাননাকারীদের শাস্তি দেবে হংকং

চীনের জাতীয় সঙ্গীতকে অবমাননা করলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে আইন করছে হংকং। এর আগে দেশটিতে জাতীয় পতাকা ও প্রতীকের অবমাননায় তিন বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন হয়েছিল।

রুশ বিমান ছিনতাই, ছিনতাইকারী আটক

সাইবেরিয়া থেকে মস্কোগামী একটি রুশ বিমান সাময়িক সময়ের জন্য ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে। ছিনতাইকারী ওই বিমানেরই যাত্রী ছিল। তাকে আটক করা হয়েছে।

বাংলা ইনসাইডার/এএইচসি

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭