ইনসাইড গ্রাউন্ড

বলে একাধিপত্য দেশিদের; ব্যাটে এগিয়ে বিদেশিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/01/2019


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ষষ্ঠ আসরে রান সংগ্রহকের তালিকার সেরা পাঁচে আছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান। চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে এই তালিকায় আছেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা খুলনা টাইটান্সের ওপেনার জুনায়েদ সিদ্দিকী।

ধারাবাহিক পারফরম্যান্স করে শীর্ষ আছেন রংপুর রাইডার্সের ব্যাটসম্যান রাইলি রুশো। ৮ ইনিংসে ৪টি অর্ধশতকে দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যানের সংগ্রহ ৩৫৯ রান। পরের স্থানে আছেন বাংলাদেশের মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ৭ ইনিংসে ২৭৭ রান করেছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক। তিনটি অর্ধশতকে ডানহাতি এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১৩৪.৪৬।

সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকার তিন নম্বরে আছেন সিলেট সিক্সার্সের উইকেটরক্ষক নিকোলাস পুরান। সর্বমোট ৮ ইনিংসে করেছেন ২৭২ রান। চতুর্থ স্থানে আছেন জুনায়েদ সিদ্দিকী। খুলনা টাইটান্সের হয়ে ৯ ইনিংসে ২৪৯ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। পঞ্চম স্থানে আছেন সিলেট সিক্সার্সের অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ইনজুরিতে আক্রান্ত হয়ে দেশে ফিরে যাওয়ার আগে ৭ ইনিংস ব্যাট করার সুযোগ পান তিনি। ৩৭.১৬ গড়ে সিলেটের অধিনায়কের সংগ্রহ ছিলো ২২৩ রান।

সর্বোচ্চ রান:

০১. রাইলি রুশো (রংপুর রাইডার্স)   রান- ৩৫৯  ইনিংস- ৮  সর্বোচ্চ- ৮৩     

০২. মুশফিকুর রহিম (চিটাগাং ভাইকিংস)  রান-২৭৭ ইনিংস- ৮ সর্বোচ্চ- ৭৫

০৩. নিকোলাস পুরান (সিলেট সির্ক্সাস)     রান- ২৭২  ইনিংস- ৮  সর্বোচ্চ-৭২

০৪. জুনায়েদ সিদ্দিকী (খুলনা টাইটান্স)    রান- ২৪৯  ইনিংস- ৯  সর্বোচ্চ-৭০

০৫. ডেভিড ওয়ার্নার (সিলেট সির্ক্সাস) রান- ২২৩  ইনিংস- ৮  সর্বোচ্চ- ৬৩

সর্বোচ্চ উইকেট:

বিপিএলের ষষ্ঠ আসরে নিজের চিরচেনা রূপে আছেন সাকিব আল হাসান। নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বল হাতেও ঢাকা ডাইনামইটসের আক্রমণভাবের সামনে রয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

০১. সাকিব আল হাসান (ঢাকা ডাইনামাইটস) উইকেট-১৭ ইনিংস-৮ সেরা বোলিং-৪-১৬

০২. তাসকিন আহমেদ (সিলেট সিক্সার্স) উইকেট-১৬ ইনিংস-৮ সেরা বোলিং- ৪/২৮

০৩. মাশরাফি বিন মর্তুজা (রংপুর রাইডার্স) উইকেট-১৩, ইনিংস-৮ সেরা বোলিং- ৪/১১

০৪. শফিউল ইসলাম (রংপুর রাইডার্স) উইকেট-১৩, ইনিংস-৮ সেরা বোলিং- ৩/৩১

০৫. আরাফাত সানী (রাজশাহী কিংস) উইকেট-১২, ইনিংস-৮ সেরা বোলিং-৩/৮

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭