ইনসাইড পলিটিক্স

‘নেতারা মাতালের মতো বেসামাল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/01/2019


Thumbnail

মানুষ নেশাগ্রস্ত মাতাল হলে যেমন বেসামাল কথাবার্তা বলেন, তেমনি আমাদের নেতারাও এখন বেসামাল। তারা অপ্রকৃতিস্থের মতো প্রলাপ বকছেন।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই মন্তব্য করেছেন। আজ তার সঙ্গে দলের কর্মীরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই মন্তব্য করেন।

ছাত্রদল, যুবদল এবং তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান। এসময় বিএনপির সিদ্ধান্তহীনতা, একেক নেতার একেক রকম বক্তব্য নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। এসময় গয়েশ্বর চন্দ্র রায় ঐ মন্তব্য করেন। তিনি বলেন,‘দোষ করলো আওয়ামী, আর আমাদের নেতারা বিএনপির বিচার বসিয়েছে। বিএনপি কী করলো? কোথায় ব্যর্থ হলো? এরা তো ধান ভানতে শিবের গীত গাইছে।’

গয়েশ্বর মনে করেন,‘২০১৪তে আমাদের বড় ভুল ছিল নির্বাচনের পর আন্দোলন থামিয়ে দেয়া। এবার বড় ভুল ছিলো নির্বাচনে যাওয়া। এখন কাজ একটাই, সরকারের বিরুদ্ধে আন্দোলন। সেটা না করতে পারলে পুনর্গঠন, নেতৃত্ব পরিবর্তন কোন কাজে আসবে না।’

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭