ইনসাইড গ্রাউন্ড

সাফ জয়ী কিশোরীদের প্রত্যেকে পেলো ১০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/01/2019


Thumbnail

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দলের প্রত্যেক ফুটবলারকে ১০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

দুপুরে গণভবনে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত বছর অক্টোবরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। ভুটানের চাংলমিথাং স্টেডিয়ামে ফাইনালে হিমালয়ের কন্যা নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল।

এছাড়া পুরো আসরে দাপট দেখায় বাংলাদেশের কিশোরীরা। গ্রুপপর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। আর পরের ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় মৌসুমী-কৃষ্ণরা। আর স্বাগতিক ভুটানকে ৪-০ গোরে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কোচ গোলাম রব্বানী ছোটনের দল।

বাংলা ইনসাইডার/আরইউ/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭