ওয়ার্ল্ড ইনসাইড

২৫ কিলোমিটার দৌড়ে গিয়ে বিয়ে!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/02/2017


Thumbnail

জমকালো আয়োজনের বদলে ম্যারাথন আয়োজন করে বিয়ে করেছেন নভনত দিঘে এবং পুনম নামের ভারতীয় দুই দৌড়বীর।

ভারতের মহারাষ্ট্রের সাতারার কালোশি গ্রামের নভনত দিঘে এবং পুনম- দু’জনেই ফিটনেস ফ্রিক, ভালবাসেন দৌড়াতে। সাতারা ম্যারাথন অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত এই দুই দৌড়বীর সম্প্রতি ২৫ কিলোমিটার ম্যারাথন ছুটে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে গিয়ে সেরে ফেলেন তাদের বিয়ের কাজ।

নিজেদের সংগঠনের হয়ে ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতায় গিয়ে তাদের প্রথম পরিচয় হয়। বিয়ের সিদ্ধান্ত যখন নেন, তখনই তারা সমাজে সুস্থ থাকার বার্তা প্রচার করার জন্য এভাবে ‘ম্যারাথন’ আয়োজনে বিয়ে করবেন বলে মন স্থির করেন।

নভনত জানান, তাদের এই সিধান্ত নিয়ে বন্ধুরা মজা করলেও তারা এভাবেই বিয়ে করবেন বলে ঠিক করেন। এছাড়াও নভনত বিয়ের জমকালো অনুষ্ঠানে টাকা খরচ করার বিরোধী। তাই কম খরচে বিয়ে করতে বর-কনে দু’পক্ষের আত্মীয় স্বজন নিয়ে টিশার্ট ও ট্র্যাক প্যান্ট পড়ে ম্যারাথন দৌড়ে গিয়ে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।


বাংলা ইনসাইডার/এসএফ/এসআই



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭