লিট ইনসাইড

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/01/2019


Thumbnail

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৮ ঘোষণা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলার শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে পুরস্কার প্রাপ্তদের নাম।

৪ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন ৪ জন। এরা হলেন কবিতায় কাজী রোজী, কথা সাহিত্যে মোহিত কামাল, মুক্তিযুদ্ধ বিষয়ে আফসান চৌধুরী এবং প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ।

আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।

১৯৬০ সালে প্রবর্তিত বাংলা একাডেমি পুরস্কার দশটি বিষয়ে প্রদান করা হয়ে থাকে। পুরস্কারপ্রাপ্ত কবি ও লেখকদের হাতে দুই লাখ টাকা, সনদপত্র ও স্মারক তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, এ বছর অনুবাদ, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ, নাটক এবং শিশুসাহিত্যে পুরস্কারের জন্য কাউকে বিবেচনা করা হয়নি। গত বছরও ১০ বিভাগে ১২ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক এ পুরস্কার অর্জন করেছেন। 



বাংলা ইনসাইডার/এমআরএইচ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭