ইনসাইড বাংলাদেশ

ভারতে পাচারের সময় বেনাপোলে ৬ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/01/2019


Thumbnail

বেনাপোল পোর্ট থানার সদস্যরা বেনাপোলের আবাসিক হোটেল সান সিটি থেকে ২৯ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে ভুয়া পাসপোর্টে ভারতের যাওয়ার সময় ৬ রোহিঙ্গাসহ ১ জন পাচারকারীকে আটক করছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের আবাসিক হোটেল সান সিটিতে একদল রোহিঙ্গা অবস্থান করছে বলে জানতে পারে। এমন সংবাদের ভিত্তিতে, বেনাপোল পোর্ট থানার এসআই লতিফের নেতৃত্ব বেনাপোল বাজারের আবাসিক হোটেল সান সিটিতে অভিযান চালিয়ে ৬ জন রোহিঙ্গাসহ ১ জন পাচারকারীকে আটক করে। আটককৃত হলেন, আজিজ তাহারা(১৭), হাফিজা খাতুন (২০), শরিফ (১৯), মনজিদা খাতুন (১৫), সখিনা আক্তার (১৫), ইয়াসমিন আক্তার (১৮) ও পাচারকারী মঞ্জুর আহম্মেদ (৩৯)। আটককৃত রোহিঙ্গা ৬ নারীর বাড়ি মিয়ানমারে, আটক পাচারকারী মঞ্জুর আহম্মেদের বাড়ি চাঁদপুর জেলায়।

সূত্রে জানা যায়, পাচারকারী মুঞ্জুর আহম্মেদ তাদেরকে ভুয়া পাসপোর্টের মাধ্যমে ভারতে পাচার করার উদ্দেশ্যে হোটেল সান সিটিতে অবস্থান করছিল।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, বেনাপোল বাজারের আবাসিক হোটেল সান সিটি থেকে ৬ জন রোহিঙ্গাসহ ১ জন পাচারকারীকে আটক করা হয়েছে। তাদেরকে পাসপোর্ট জালিয়াতি আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭