ইনসাইড সাইন্স

ফেসবুক ব্যবহারকারীর তালিকায় দ্বিতীয় ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/04/2017


Thumbnail

সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই তালিকায় প্রথম স্থানে আছে ব্যাংকক এবং তৃতীয় অবস্থানে রয়েছে জাকার্তা।

‘উই আর সোশ্যাল’ এবং ‘হটস্যুট’ নামে দুটি প্রতিষ্ঠানের করা প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠান দুটির প্রতিবেদন অনুসারে, ঢাকায় ফেসবুক ব্যবহারকারী দুই কোটি ২০ লাখ। ঢাকার আশপাশের এলাকার ফেসবুক ব্যবহারকারীদেরও এই জরিপে রাখা হয়েছে।

দেশের দিক থেকে সবচেয়ে বেশি সক্রিয় ফেসবুক ব্যবহারকারী যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। অন্য একটি প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের প্রায় অর্ধেক মানুষের কাছে পৌঁছেছে ইন্টারনেট। বর্তমানে বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে অর্ধেকের বেশি মানুষের ফেসবুক অ্যাকাউন্ট আছে।

সাশ্রয়ী স্মার্টফোনের ব্যবহার ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা পৌঁছানোর ফলে প্রতিদিন ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে। যে কয়েক শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী এখনো ফেসবুকের বাইরে আছে তাদেরও ফেসবুকে আনতে চেষ্টা করছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি।

বিশ্বের অনেকের কাছেই এখন ইন্টারনেট আর ফেসবুকের মধ্যে পার্থক্য নেই। উন্নয়নশীল দেশের অনেকেই ইন্টারনেট বলতে শুধু ফেসবুককেই বোঝেন।


বাংলা ইনসাইডার/এসএফ/ডিআর/আরএস





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭