ইনসাইড বাংলাদেশ

পুলিশের আবদারের ফর্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/01/2019


Thumbnail

আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহে অনেকগুলো কর্মসূচি থাকে বাংলাদেশ পুলিশের। তার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাতে পুলিশের পক্ষ থেকে অনেকগুলো দাবি-দাওয়া এবং আবদার তুলে ধরা হবে। ইতিমধ্যে দাবি-দাওয়াগুলোর ফর্দ তৈরি করা হয়েছে এবং পুলিশের নীতি-নির্ধারণী বৈঠকে এই দাবি দাওয়া অনুমোদন করা হয়েছে। পুলিশের এই দাবি-দাওয়াগুলো হলো:

(১) বর্তমানে আইজিপির ৩ স্টার পোস্টের বদলে ৪ স্টার জেনারেলের পোস্ট;
(২) আরও অন্তত ৪টি আইজিপি পদ তৈরি;
(৩) পুলিশের জন্য একটি মেডিকেল কলেজ নির্মাণ;
(৪) পুলিশের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ;
(৫) বিভিন্ন দূতাবাসে পুলিশ কর্মকর্তার অ্যাটাচি (রাষ্ট্রদূতের কার্যালয়ের সাথে যুক্ত ব্যক্তি) নিয়োগ;
(৬) নতুন ১ লাখ পুলিশ সদস্য নিয়োগ;
(৭) নতুন যানবাহন ক্রয়;
(৮) লজিস্টিকস সাপোর্ট নিশ্চিতকরণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই দাবিগুলো উত্থাপন করবে পুলিশ।

 

বাংলা ইনসাইডার/এমআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭