ইনসাইড পলিটিক্স

ঐক্যফ্রন্ট নিয়ে বিএনপিতে বিরোধ তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/02/2019


Thumbnail

ঐক্যফ্রন্টের বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বিএনপির অন্যকোন নেতা উপস্থিত ছিলেন না। গতকাল বিকেলে ঐক্যফ্রন্টের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন,‘ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে অন্ধকারে রেখেছেন। বিএনপির সিনিয়র নেতারা এই বৈঠকের ব্যাপারে কিছুই জানছেন না।’ ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে বিএনপির চারজন সদস্য রয়েছে। এরা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেন এবং নজরুল ইসলাম খান। কিন্তু নির্বাচনের পর অনুষ্ঠিত সব বৈঠকেই শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। একটা বৈঠকে মির্জা ফখরুলও ছিলেন না।

বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা অভিযোগ করছেন যে, সিনিয়র নেতাদেরকে এবং বিএনপির নীতি নির্ধারকদেরকে অন্ধকারকে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক করছেন মির্জা ফখরুল। ঐক্যফ্রন্টের বৈঠকে যে আলোচনা হচ্ছে সেটাও তিনি দলের সিনিয়র নেতাদেরকে অবহিত করছেন না। ঐক্যফ্রন্টের বেশকিছু সিদ্ধান্তও বিএনপির স্বার্থবিরোধী বলেও সিনিয়র নেতারা মন্তব্য করেছেন। একটি সূত্র বলছে যে, নির্বাচনের পর তারেক ঐক্যফ্রন্টের বিএনপির যে সদস্য তাঁদের মধ্যে দুজনকে বদলে দিয়েছেন। একজন হলেন ড. খন্দকার মোশারফ হোসেন। তাঁকে বাদ দিয়ে তাঁর জায়গায় ড. আবদুল মঈন খান এবং ব্যারিস্টার মওদুদ আহমেদের বদলে গয়েশ্বর চন্দ্র রায়কে অন্তর্ভূক্ত করেছেন। কিন্তু তাঁরাও গতকালকের ঐক্যফ্রন্টের বৈঠক সম্পর্কে কিছু জানেন না বলে নিশ্চিত হওয়া গেছে। ঐক্যফ্রন্টকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের একটি প্রতিদ্বন্দ্বী জোট মনে করা হচ্ছে এবং ঐক্যফ্রন্ট বিএনপির স্বার্থবিরোধী কাজ করছে বলেও বিএনপির সিনিয়র নেতারা মনে করছেন। ঐক্যফ্রন্ট নিয়েই বিএনপিতে এখন বিরোধ তুঙ্গে উঠেছে।

বাংলা ইনসাইডার/এসআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭