ইনসাইড পলিটিক্স

হেভিওয়েটরা থাকছেন না সংসদীয় কমিটির চেয়ারম্যান পদেও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/02/2019


Thumbnail

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। রাষ্ট্রপতির ভাষণ, স্পিকার নির্বাচনর মত আনুষ্ঠানিকতার পর আগামী রোববার বিকেল থেকে অধিবেশন আবার শুরু হবে। জাতীয় সংসদের অধিবেশনে এখন সবার দৃষ্টি সংসদীয় কমিটিগুলোর দিকে। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, ‘সংসদীয় দলের চেয়ারম্যান হতে দলের হেভিওয়েট নেতারা রাজি নন। তারা সংসদ সদস্য হিসেবেই কাজ চালিয়ে যেতে চান।’ এই প্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদের বিভিন্ন কমিটিগুলোর প্রধান কে হবেন, এ নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে। একাধিক সূত্র বলছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পরামর্শকদের সঙ্গে এ নিয়ে কথাবার্তা বলছেন। আগামী সপ্তাহে অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে।’

৭ জানুয়ারি আওয়ামী লীগ যে মন্ত্রিসভা গঠন করে, সেই মন্ত্রিসভায় আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল হক সেলিমের মত হেভিওয়েট নেতাদের বাদ দেওয়া হয়। ধারণা করা হয়েছিল যে এই হেভিওয়েট নেতাদের সংসদীয় কমিটিতে রাখা হবে। কিন্তু আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, সংসদীয় কমিটির চেয়ার‌ম্যান হতে আগ্রহী নন এই হেভিওয়েট নেতারা। একই সঙ্গে সংসদীয় কমিটির ক্ষমতা এবং এখতিয়ার নিয়েও তাদের মধ্যে প্রশ্ন রয়েছে। যেহেতু তারা মন্ত্রী ছিলেন তাই সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে তারা আগ্রহী নন। এজন্য আওয়ামী লীগ বিকল্প হিসেবে মধ্যপর্যায়ের যারা নেতৃবৃন্দ, যারা মন্ত্রী ছিলেন এবং এখন মন্ত্রী হননি। তাদেরকে সংসদীয় কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছেন। এদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, নুরুল ইসলাম নাহিদ, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মির্জা আজম, আবুল হাসান মাহামুদের মত মধ্যস্তরের নেতৃবৃন্দ যারা অতীতে মন্ত্রী ছিলেন কিন্তু এবার মন্ত্রী পরিষদে অন্তর্ভূক্ত হতে পারেননি। তাদেরকে সংসদীয় কমিটিতে অন্তর্ভূক্ত করার সম্ভাবনা বেশি রয়েছে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭